মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ৩০ পৌষ, ১৪৩২

ছাত্র সংসদ নির্বাচন পেছানো অগণতান্ত্রিক, শিক্ষার্থীরা মেনে নেবে না: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ২০:৫৮

শেয়ার

ছাত্র সংসদ নির্বাচন পেছানো অগণতান্ত্রিক, শিক্ষার্থীরা মেনে নেবে না: সাদিক কায়েম
সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করার এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল। কিন্তু একটি নির্দিষ্ট মহল চাইছে না এই নির্বাচন হোক। যার ফলে স্থগিতের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি থাকতে ছাত্র সংসদের ভোট স্থগিত করা অযৌক্তিক।

তিনি আরও বলেন, এই নির্বাচনে প্রায় চার কোটি তরুণ ভোটার ও শিক্ষার্থী যুক্ত। নির্বাচন কমিশন (ইসি) এমন কোনো কাজ করবে না যাতে তরুণ সমাজের মধ্যে ইসির প্রতি আস্থাহীনতা তৈরি হয়। আমরা চাই সঠিক সময়েই ভোট হোক এবং ইসি সে লক্ষ্যেই কাজ করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরে ডাকসু ভিপি বলেন, আমরা বারবার বলছি, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের হয়ে কথা বলবে। ছাত্র সংসদের মাধ্যমেই বোঝা যাবে ছাত্ররা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায়।

আসন্ন গণভোটের বিষয়ে সাদিক কায়েম বলেন, ছাত্ররা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। যারা ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তারা মূলত বিগত আমলের ফ্যাসিবাদ ও অপকর্মগুলোকে টিকিয়ে রাখতে চায়।

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে তারা ফ্যাসিস্ট। তারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। তারা শাপলা চত্বরের মতো ম্যাসাকার, আলেম-ওলামা হত্যা এবং পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা পুনরাবৃত্তি করতে চায়। তারা আয়নাঘর তৈরির মাধ্যমে গুম-খুনের রাজনীতি কায়েম করতে চায়। তাই দেশের স্বার্থে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ প্রতীকে সিল মেরে বিজয় নিশ্চিত করতে হবে।’



banner close
banner close