জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী বিএম তানজিলের নেতৃত্বে প্যানেল থেকে নির্বাচিতরা বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে অংশ নিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর মাজার প্রাঙ্গণে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
নির্বাচন বানচালের চেষ্টা করলে রুখে দেওয়া হবে: আদিলুর রহমাননির্বাচন বানচালের চেষ্টা করলে রুখে দেওয়া হবে: আদিলুর রহমান
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল থেকে নবনির্বাচিত পাঠাগার ও সেমিনারবিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যসহ অন্যান্যরা।
এ বিষয়ে ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি একেএম রাকিব বলেন, আমরা নির্বাচনকালীন সময়ে খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে যেতে পারিনি। সে কারণে আজকে যাওয়া। গণতন্ত্রের জন্য তার যে লড়াই, সেই লড়াইয়ের মূলমন্ত্র আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন, আমরাও লড়ে যাব। গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্যানেল ও আমরা লড়ে যাব।
আরও পড়ুন:








