শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

নির্বাচিত হয়ে জকসু ভিপি বললেন ‘জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ০৯:২৭

শেয়ার

নির্বাচিত হয়ে জকসু ভিপি বললেন ‘জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে’
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট দেয়া সবার রায়ের প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জয়ী ভিপি মো. রিয়াজুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর ‘ভূমিধস বিজয়’ নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই ধরণের বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না, কারণ জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে। ছাত্র সংসদ নির্বাচন মূলত একটি প্রতিনিধিত্ব করার প্রক্রিয়া মাত্র।’

বুধবার মধ্যরাতে ফল ঘোষণার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিপি মো. রিয়াজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক এবং মেধাবী। শিক্ষার্থীরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধাশীল।’

নির্বাচন পরবর্তী ঐক্য ও কর্মপরিকল্পনা নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরণের বিভাজন তৈরি হোক, তা চান না উল্লেখ করে রিয়াজ বলেন, ‘আমরা নির্বাচনের আগেও যেভাবে অন্যান্য প্যানেলের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’



banner close
banner close