বৃহস্পতিবার

৮ জানুয়ারি, ২০২৬ ২৫ পৌষ, ১৪৩২

জকসুর ভোট গণনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬ ২১:৫০

আপডেট: ৬ জানুয়ারি, ২০২৬ ২১:৫৩

শেয়ার

জকসুর ভোট গণনা স্থগিত
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা থাকায় সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন নিয়ে আসি। কিন্তু কারিগরি সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি।
তিনি আরও বলেন, আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।
এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে আনা হয় বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুটি মেশিনে আলাদা ফলাফল দেখায়, যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি।
সবশেষ অনেকটা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে জকসুর নির্বাচন কমিশন।



banner close
banner close