শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

আসনপ্রতি প্রায় ৮০ জনের লড়াই, চবিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

চবি সংবাদদাতা

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৫:০৭

শেয়ার

আসনপ্রতি প্রায় ৮০ জনের লড়াই, চবিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ ভর্তিযুদ্ধ শেষ হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে, সকাল সাড়ে ১০টার মধ্যেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

এবার ‘এ’ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী এই তিনটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।

বিপরীতে এ ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ শিক্ষার্থী।

ফল প্রকাশের বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘ভর্তি পরীক্ষার ফলাফলে কোনো ধরনের ভুল নেই এ বিষয়ে শতভাগ নিশ্চিত হয়েই আমরা ফল প্রকাশ করব। যথাযথ প্রক্রিয়ায় কাজ চলছে এবং নির্ভুল ফলাফলই প্রকাশ হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘এবার তিনটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে। পাশাপাশি হেল্প সেন্টার, ছয়টি ইনফরমেশন সেন্টার এবং অভিভাবকদের বসার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় চাকসুও আমাদের সহযোগিতা করছে।’

মোহাম্মদ এনাম নামে এক পরীক্ষার্থী বলেন, ‘প্রশ্ন মোটামুটি সহজ ছিল, তবে ইংরেজি অংশটা অনুশীলন কম থাকার কারণে একটু কঠিন লেগেছে।’



banner close
banner close