শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিতা উৎসবের দপ্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ০৮:২৭

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিতা উৎসবের দপ্তর উদ্বোধন
ছবি: সংগৃহীত

আগামী এক ও দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় কবিতা উৎসব-২০২৬’। এই উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় কবিতা পরিষদের দপ্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে দপ্তরের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

এবারের উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা’।

দপ্তর উদ্বোধনকালে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

আয়োজকরা জানান, দেশি-বিদেশি কবিদের উৎসবে অংশগ্রহণের সুবিধার্থে এখন থেকে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই দপ্তর খোলা থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী চার জানুয়ারি থেকে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের জন্য আগ্রহী কবিদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজস্ব দুটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।



banner close
banner close