সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর রূহের মাগফেরাত কামনায় কুবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবাণীতে মাননীয় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের একজন অতন্ত্র প্রহরী এবং দেশপ্রেমের এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওৎপ্রোতভাবে জড়িত। তিনি তাঁর জীবদ্দশায় কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিকনির্দেশনা দেবে।
শোকবাণীতে আরও বলা হয়, রাজনৈতিক জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে জনগণের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে তিনি গৃহবধু থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর সরকারের দৃঢ় পদক্ষেপে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন মহান জাতীয় সংসদে পাস হয় এবং তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের অংশ।
উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করেছে।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।
আরও পড়ুন:








