মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৭

শেয়ার

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালযের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এই আদেশ জারি থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকগণকে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ নিতে হবে।

মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এই উদ্যোগ প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে।

প্রসঙ্গত, দশম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হবে। এর সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা। এর আগে, প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পেতেন।



banner close
banner close