সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ০৯:০২

শেয়ার

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

​জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুর ১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী প্রস্তুতির সমন্বয় করতে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় অংশ নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং এনএসআই ও এসবির প্রধানসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকেও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তালিকায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।



banner close
banner close