রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০৯

শেয়ার

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শেষ হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রবেশপত্র শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী রবিবার প্রবেশপত্র বিতরণের শেষ দিন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে পাঠানো প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল বা অসংগতি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মোট নম্বর থাকবে ৪০০।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।

রুটিন অনুযায়ী, ২৮ ডিসেম্বর রবিবার বাংলা (বিষয় কোড ১০১), ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি (১০৭), ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত (১০৯) এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।



banner close
banner close