জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক (ডিজি) মো. ফরিদ আহাম্মদ বলেছেন, ‘বাংলাদেশের বিপ্লবী সন্তান শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই, তিনি চিরতরে পাড়ি দিয়েছেন পরপারে। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আমরা আজ সেই শোক পালন করছি।’
তিনি বলেন, ‘দেশ ও জাতি এই বিপ্লবীকে চিরদিন মনে রাখবে। আমি মনে করি, হাদির মতো সন্তানের জন্ম হোক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। তিনি আমাদের গর্ব।’
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে টানা নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, ‘বইমেলার উদ্দেশ্য হলো পাঠক এবং লেখকের মেলবন্ধন তৈরি করা। মানুষের মধ্যে পড়ার অভ্যাস সৃষ্টি করে আচরণের পরিবর্তন করতে হবে। তাই জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে ফুল এবং মিষ্টির বদলে বই উপহার দিন।’
আলোচনা সভা শেষে বইমেলায় অংশগ্রহণকারী খুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন:








