রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ঢাবির মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি করার উদ্যোগ, উপাচার্য ঘেরাও কর্মসূচি রবিবার

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৬

আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫ ০১:০৯

শেয়ার

ঢাবির মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি করার উদ্যোগ, উপাচার্য ঘেরাও কর্মসূচি রবিবার
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের উদ্যোগ নিয়েছেন হলের শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ক্রেন ব্যবহার করে হলটির প্রধান ফটকে নতুন নাম লিখতে দেখা যায়।

হলের হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, হলে থাকা শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্রগুলো অপসারণ করে সেখানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকার পরিকল্পনাও রয়েছে।
হল প্রশাসন এ বিষয়ে অবগত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন বিষয়টি সম্পর্কে জানে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি বা নির্দেশনা এখনো দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সম্মতিক্রমেই নাম পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) হলের প্রধান ফটকে নতুন নাম লেখার কাজ চলমান ছিল।
এদিকে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল অথবা ক্যাপ্টেন সেতারা বেগম হল করার দাবি, পাশাপাশি কর্মচারীদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ রবিবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়।



banner close
banner close