শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ঢাবির স্থগিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ২০:৩১

শেয়ার

ঢাবির স্থগিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হবে। রাতের মধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এর আগে, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।



banner close
banner close