জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেছেন, 'শহীদ ওসমান হাদীর শাহাদাতের মাধ্যমে তাঁর সংগ্রাম শেষ হয়নি; বরং যারা বেঁচে আছেন, তাদের দায়িত্ব হলো তাঁর আদর্শ ও মিশন বাস্তবায়ন করা।'
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির আয়োজনে জবি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে হাদীর রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'শহিদ ওসমান হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ জুলাই যোদ্ধা। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়েছিলেন। তাঁর শাহাদাতের মাধ্যমে তাঁর সংগ্রাম শেষ হয়নি; বরং যারা বেঁচে আছেন, তাদের দায়িত্ব হলো তাঁর আদর্শ ও মিশন বাস্তবায়ন করা।'
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বলেন, 'প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।'
দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।
মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








