শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জকসু নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৩১

আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৮

শেয়ার

জকসু নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টায় জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানসহ আরো চার নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যালট নম্বরের পিডিএফ দেখতে ক্লিক করুন

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ২০০৫ সালে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কলেজ থাকা অবস্থায় সর্বশেষ ১৯৮৭–৮৮ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভিপি নির্বাচিত হন মো. আলমগীর সিকদার লোটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর সিকদার জোটন।



banner close
banner close