বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ঢাবি, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৩

শেয়ার

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
ছবি: বাংলা এডিশন

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১.০০টায় নির্ধারণ করা হয়।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



banner close
banner close