চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনিক ভবনে তালা দেয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রশিবির ও ছাত্রদল মুখোমুখি অবস্থান নিয়েছে। ছাত্রদলের দাবি প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ, শিবিরের দাবি ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।
সোমবার রাতে মুখোমুখি অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্রসংগঠন।
প্রশাসনিক ভবনে তালা দেয়ায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আটকে পড়েন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “অধ্যাপক শামীম উদ্দিন খান আমাদের বুদ্ধিজীবীদের অস্বীকার করেছেন। তিনি একজন পাকিস্তানের দালাল। আমরা তার পদত্যাগ চাই৷
তারা আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত শামীম খান পদত্যাগ করবেন না ততক্ষণ প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। শামীম খানকে নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “ছাত্রদল পুরনো সংস্কৃতিতে ফিরছে। তারা চবি প্রশাসনকে জিম্মি করে চাঁদা দাবি করছে। ছাত্রদলের এরূপ ঘৃণ্য কাজকে আমরা মন থেকে ঘৃণা করি। তারা যদি এই সংস্কৃতি থেকে ফিরে না আসে তাহলে ছাত্রশিবির তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে।
আরও পড়ুন:








