রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ২০:৩৭

শেয়ার

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীকে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি নিশ্চিত করেছেন, ইতিমধ্যে সব বই কেন্দ্রে পৌঁছে গেছে এবং এখন জেলায় জেলায় বিতরণ করা হচ্ছে। শনিবার দুপুরে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নেপের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এমসয় বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, চিকিৎসকদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্যও ভবিষ্যতে লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, যে দেশগুলো শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন হয়, লাইসেন্স নিতে হয়। তিনি চিকিৎসকদের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকেরা যেমন এমবিবিএস সম্পন্ন করার পর বিএমডিসি থেকে লাইসেন্স নেন, তা না হলে প্র্যাকটিস করতে পারেন না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু আছে। আমাদের দেশে সেটি ভবিষ্যতে চালুর পরিকল্পনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিকেলে উপদেষ্টা বিভাগীয় বইমেলার অনুষ্ঠানেও যোগ দেন।



banner close
banner close