ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ মঞ্চ ২৪–এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ। এছাড়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তালহা তামিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, সামষ্টিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের দাবিতে সংগঠিত ভূমিকা এবং দেশপ্রেম ও স্বাধীনচেতা চর্চা জোরদার করতেই এই কমিটি গঠিত হয়েছে।
মঞ্চ ২৪-এর পক্ষ থেকে আরও জানানো হয় যে, গত জুলাই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে সংগঠনটি দেশের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী অরাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে দৃঢ় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আরও পড়ুন:








