রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

চবি ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় দেড় লাখ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৪

শেয়ার

চবি ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় দেড় লাখ
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এ পর্যন্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৩৮ হাজার ৫৯৭ টি। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৫ই ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেকশন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪টি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে ভর্তি কার্যক্রম চলবে। এ পর্যন্ত এ ইউনিটে আবেদন করেছে ৫৫,৭৩৫ জন শিক্ষার্থী। বি ইউনিটে ৩৯,৫৭৬ জন, সি ইউনিটে ৯,৬৪৬ জন এবং ডি ইউনিটে ২৯,৯৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ ছাড়া তিনটি উপ ইউনিটে আবেদন জমা পড়েছে ৩,৬৯২ টি। এরমধ্যে বি-১ উপ ইউনিটে ৭৯৯ জন, বি-২ উপ ইউনিটে ২২৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া ডি-১ উপ ইউনিটে আবেদন জমা পড়েছে ৬১৯ টি।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের ১০ জানুয়ারি, ‘বি১’ উপ ইউনিটের পাঁচ জানুয়ারি, ‘বি২’ উপ ইউনিটের ৬ জানুয়ারি এবং ‘ডি-১’ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



banner close
banner close