মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৯

শেয়ার

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি

আন্দোলন অব্যাহত রয়েছে রাজধানীর বড় সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের। দাবি আদায়ে দিনভর বিক্ষোভের পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামীকাল ঘোষণা করা হবে আরও কঠোর কর্মসূচি।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান চললেও দুপুরে সংঘবদ্ধ হয়ে শিক্ষা ভবন চত্বরের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় ব্লকেডে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

হঠাৎ ব্লকেডে থমকে যায় চারপাশের যান চলাচল। পরে বিকেলে সাত কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশ জারির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা।

২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। এরপর থেকেই বিভিন্ন একাডেমিক জটিলতা ও সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।



banner close
banner close