বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বায়ু দূষণ রোধে ঢাবিতে সচেতনতামূলক কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:২৭

শেয়ার

বায়ু দূষণ রোধে ঢাবিতে সচেতনতামূলক কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

‘ঝরাপাতা প্রজ্বলন বন্ধ করুন’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) নির্মল বায়ু এবং বাসযোগ্য সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়টি একটি নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এটি একটি অভ্যাস। পরিবেশ সংরক্ষণের বিষয়কে আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। পরিবেশ ও প্রকৃতিকে ভালোবেসে এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মল চত্বরের সবুজায়ন, শতবর্ষী গাছ চিহ্নিতকরণ, পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণসহ আমরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। গত বছরের মতো এবারও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে আতশবাজি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। সেই সঙ্গে ঝরাপাতা প্রজ্বলন বন্ধের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্ব রক্ষার অংশ।এসময় আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদ কামাল অনিক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালী উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।



banner close
banner close