সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫২

শেয়ার

শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ দাবিতে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পুরো মোড় জুড়ে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে তারা দ্রুত অধ্যাদেশের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে কালক্ষেপণের ফলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

এ বিষয়ে রবিউল ইসলাম নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আমরা বারবার জানিয়েছি, আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরীক্ষা–নিরীক্ষা চলছে, সেটা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত হতো। আমরা দাবি নিয়ে রাজপথে নেমেছি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

স্মৃতি আক্তার নামের ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা, ক্যারিয়ারসহ সবকিছুতে অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।



banner close
banner close