সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৬

শেয়ার

৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন
ছবি: বাংলা এডিশন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাংলা বাজার প্রদক্ষিণ করে ফটকেই শেষ হয় এ দৌড়।

নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেন প্রায় ৮০০ শিক্ষার্থী। নারী-পুরুষ সবার অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।

দৌড়ে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমি প্রথম হওয়ার লক্ষ্য নিয়েই দৌড়েছি। এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত বলেন, আমরা রান ফর ইউনিটির মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছি যে, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রে আমরা যদি এক্যবদ্ধ থাকি তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো। আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল এর মাধ্যমে শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে যেন বন্ধন দৃঢ় হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের কর্মসূচিও তারই অংশ। আমরা শিক্ষার্থীদের বার্তা দিতে চাই, কর্মের মাধ্যমেই দিনের শুরু হোক। যুবসমাজের সাংস্কৃতিক আগ্রাসন থেকে উত্তরণের পথ হলো ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করা।

ম্যারাথনে নোবিপ্রবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত, ছাত্র অধিকার সম্পাদক বনি ইয়ামিন, অর্থ ও প্রচার সম্পাদক আবদুর রহমান, অফিস সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



banner close
banner close