দক্ষতানির্ভর উচ্চশিক্ষা ছাড়া ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন।
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষাকে দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী করতে হবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগাতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, প্রযুক্তি, উদ্ভাবন, অভিযোজনক্ষমতা ও শিল্পসংযুক্ত শিক্ষার ওপর গুরুত্ব বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, প্রয়োগমূলক গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
চীন ও মালয়েশিয়ার দক্ষতা উন্নয়ন মডেলের কথা উল্লেখ করে মিলন সমন্বিত দক্ষতা নীতিমালা, ইন্টার্নশিপ ও প্রকল্পভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার তাগিদ দেন।
সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২,৩২৬ জনকে ডিগ্রি প্রদান করেন এবং ২৭টি বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হয়।
আরও পড়ুন:








