শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

শিবিরের উদ্যোগে জাবিতে ‘শহিদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প’: এক দিনে সেবা পেল ৫ হাজার শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ২২:০৮

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ২২:১১

শেয়ার

শিবিরের উদ্যোগে জাবিতে ‘শহিদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প’: এক দিনে সেবা পেল ৫ হাজার শিক্ষার্থী
ছবি: বাংলা এডিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘শহিদ কামরুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি চত্বরে পরিচালিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সারাদিনে প্রায় ৫ হাজার শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন। শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে নির্ধারিত সময়ের পরও চিকিৎসাসেবা অব্যাহত রাখতে বাধ্য হন আয়োজকরা।

ক্যাম্পে নয়টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। মেডিসিন, সাইকিয়াট্রি, গাইনি, চর্ম ও যৌন, নাক–কান–গলা, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক, ডেন্টালসহ অন্যান্য সাধারণ চিকিৎসা বিভাগে শিক্ষার্থীরা বিনামূল্যে পরামর্শ গ্রহণ করেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওষুধ ও উপহারও প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, চিকিৎসাসেবার জন্য যারা এগিয়ে আসে, তা শুধু মানবিক কাজ নয়—এ এক ধরনের উপাসনা। শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সেবামূলক কাজে এভাবে এগিয়ে আসবে।

ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব জানান, আজকের ক্যাম্পে নয়টি বিভাগের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন। এর আগে আরও একটি দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের একাডেমিক ব্যস্ততা, অনীহা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে বাধা তৈরি হয়—এসব বিষয় বিবেচনায় রেখেই নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের চেষ্টা করছে সংগঠনটি। ‘ছাত্র সমস্যা সমাধান’ কর্মসূচির অংশ হিসেবেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসা গ্রহণ করতে আসা ৫৩তম ব্যাচের শিক্ষার্থী রানা হোসেন বলেন, জাবি ছাত্রশিবির এতো সুন্দর ও সুশৃঙ্খল একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, এজন্য তাদের ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) সোহেল আহমেদ, জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ জাকসুর অন্যান্য সদস্য, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ১৬ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীদের নির্মম নির্যাতনে নিহত হন শিবির কর্মী কামরুল ইসলাম। মৌখিক পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এসে মওলানা ভাসানী হলে অবস্থানকালে তাকে আটক করা হয়। শিবিরের ডায়রি পাওয়ার পর তাকে রাতভর লাঠি, বোতল ও ধারালো অস্ত্রে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর ‘শহিদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করে আসছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।



banner close
banner close