চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগ ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ওমর ফারুক সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাতে তার মামার বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, মো. ওমর ফারুক সুমন থাকতো চট্টগ্রাম খুলশির ৫নং লেনের ১৭নং বাসায়। মামার বাসায় থাকতো সে। তার সাথে তার বড় ভাইও থাকতো। তার মামারা পুরো ফ্যামিলি তুরস্কে বেড়াতে গেলে ফারুক আর তার বড় ভাই বাসায় থাকতো।
ঘটনার দিন তার বড় ভাই কাজের উদ্দেশ্য সকাল ৮ টার দিকে বের হয়ে যায়। সারাদিন সে বাসায় একা ছিলো। বিকাল ৪টার দিকে তার বড় ভাইকে কল দিয়ে কোথায় আছেন জানতে চাইলো৷ এছাড়া বাসায় আসতে কতক্ষণ সময় লাগবে তাও জিজ্ঞেস করে। তার ভাই জানালো একটু দেরি হবে। তার কিছুক্ষণ পর বড় ভাই কল দিলে আর কল রিসিভ করেনি। পরে ফারুকের মোবাইলে বাড়ি থেকে তার মা কল দিয়েও কোনো সাড়া না পেলে পুনরায় বড় ভাইকে জানায়। পরে ফারুকের বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ান দিয়ে বাসা চেক করাই। তখন দারোয়ান এসে কলিং বেল দিয়েও কোন রেসপন্স না পেয়ে তার ভাইকে জানাল। ফারুকের ভাই এসে দরজা খুলে ফারুককে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতো পায়।
লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, “ আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোন আশা আকাঙ্খা নেই। আর আমার কারো প্রতি কোরন অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।”
আরও পড়ুন:








