শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৬:০১

শেয়ার

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম’আ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানের প্রেক্ষিতে জবি প্রশাসনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দু’আ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সফল নেত্রী। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় যতদিন বিদ্যমান থাকবে, আমরা তাঁর প্রতিষ্ঠাতার মর্যাদাকে আমাদের মনিকোঠায় ধারণ করে রাখবো। জাতির জন্য তাঁর যে অবদান, তা অনস্বীকার্য। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন।'

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, 'বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন—এই কামনা করছি।'

সংক্ষিপ্ত আলোচনার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দু’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মোঃ ছালাহ্‌ উদ্দিন।

এসময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, দপ্তর প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



banner close
banner close