বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাবির গ্রন্থাগারে যুক্ত হলো ২৯টি আন্তর্জাতিক ই-রিসোর্স

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ২০:১০

শেয়ার

ঢাবির গ্রন্থাগারে যুক্ত হলো ২৯টি আন্তর্জাতিক ই-রিসোর্স
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগারের লাইব্রেরি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে ই-জার্নাল, ই-বুক, ডাটাবেজ, এনসাইক্লোপিডিয়া, ডিরেক্টরি ও রিসার্চ টুলসসহ মোট ২৯টি আন্তর্জাতিক মানের ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে। গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় এসব ই-রিসোর্স ক্রয় ও সাবস্ক্রিপশনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসব রিসোর্সের মধ্যে রয়েছে অ্যামেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স (এআইপি), অ্যামেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই), অ্যামেরিকান সোসাইটি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএবিই), অ্যামেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই), ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস (সিইউপি), ডি গ্রুইটার জার্নাল, ইবিএসসিও ইনক্লুডিং সিএমএমসি, গ্রোভ আর্ট অনলাইন ইনক্লুড বেনেজিট ডিকশনারি অব আর্টিস্টস, হাইনঅনলাইন একাডেমিক কোর কালেকশন, নেচার রিসার্চ, এমারল্ড ইনসাইট, আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরি, ইন্ডিয়ান জার্নালস, ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি রিভিউ, ইনস্টিটিউট অফ ফিজিক্স (আইওপি), জে-স্টোর, ম্যানুপাত্রা ফর অনলাইন ডেটাবেস অ্যাক্সেস, ম্যাক্স প্ল্যাঙ্ক এনসাইক্লোপিডিয়া অফ কমপ্যারেটিভ কনস্টিটিউশনাল ল’ , অক্সফোর্ড জার্নালস, প্রজেক্ট মিউজ, রোয়াল সোসাইটি ফর কেমিস্ট্রি (আরএসসি), সায়েন্টিফিক আমেরিকান, সাইফাইন্ডার, সাউথইস্ট এশিয়ান আর্কাইভ, স্প্রিঙ্গার, ওয়াইলি অনলাইন লাইব্রেরি এবং টার্নিটিন আইথেন্টিকেট পিজি 2.0 ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীদের জন্য রিমোট অ্যাক্সেস সুবিধার্থে ইজেডপ্রক্সি সেবা চালু রয়েছে। পাশাপাশি রিসার্চ ফোর লাইফের আওতায় হিনারি, আগোরা, ওএআরই, এআরডিআইআই জিএওএলআই প্ল্যাটফর্ম থেকেও গবেষণা উপকরণ ব্যবহার করা যাবে।

এছাড়া ই-বুকসের জন্য ১৪টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যামব্রিজ ইবুকস অনলাইন, ডি গ্রুইটার এলআইএস বুকস কালেকশন, এলসেভিয়ার, জে-স্টোর, অক্সফোর্ড স্কলারশিপ অনলাইন, পিয়ারসন, প্রজেক্ট মিউজ বুকস, সেজ, স্প্রিঙ্গার, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ওয়ার্ল্ড সায়েন্টিফিক, ওয়াইলি অনলাইন, এসিএস ইবুকস কমপ্লিট, এবং ম্যাকগ্রো ই-বুকস সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেগণ এসব ই-রিসোর্স তাদের নিয়মিত পাঠদান, গবেষণা ও একাডেমিক কাজে ব্যবহার করতে পারবেন। গ্রন্থাগারের সকল সেবা সম্পর্কে বিস্তারিত জানতে https://du.ac.bd/offices/LIB অথবা www.library.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।



banner close
banner close