বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

কুবি ভর্তি পরীক্ষা, সাত দিনে আবেদন পড়েছে ১৬ হাজার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২১:২৮

শেয়ার

কুবি ভর্তি পরীক্ষা, সাত দিনে আবেদন পড়েছে ১৬ হাজার
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম সাত দিনে বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন ১৫ হাজার ৮১৭ জন বা প্রায় ১৬ হাজার শিক্ষার্থী।

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এদিনে বিকেল ৩টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ১৫ হাজার ৮১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করেছেন।

এর মধ্যে ‘এ’ ইউননিটে ৮ হাজার ১৭৯ জন, ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৭৬৫ জন এবং ‘সি’ ইউনিটে ১ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন চলবে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫১ মিনিট পর্যন্ত।

আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় এ ইউনিট, পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা এবং একই দিনে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা।

এ বিষয়ে 'বি' ইউনিট প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, 'ভর্তি পরীক্ষার নির্দেশিকায় যেভাবে দেয়া আছে সেভাবেই ভর্তি কার্যক্রম চলমান আছে। সেকেন্ড টাইম পদ্ধতিও চালু রয়েছে গতবারের মতো, নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশিকা অনুযায়ী ভার্তি কার্যক্রম চালানো হবে।'

আবেদন সম্পন্ন হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।



banner close
banner close