বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২০:০৪

শেয়ার

জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে জাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি
বাংলা এডিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সিন্ডিকেট, জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষার ফলাফল অনিয়মে জড়িত শিক্ষকদের অবিলম্বে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক সংগঠক জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা চাই না বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী শিক্ষকদের দ্বারা পরীক্ষার ফলাফল টেম্পারিংয়ের শিকার হোক। ফলাফলে অনিয়মের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভুক্তভোগী শিক্ষার্থীদের মতো অন্য কোনো শিক্ষার্থীকে যেনো একাডেমিকভাবে হয়রানির শিকার হতে না হয়।”

তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিন্ডিকেট, একাডেমিক দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসনকে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংগঠনটির জাবি শাখার সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, "দীর্ঘদিন ধরে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার, ফলাফল টেম্পারিং-এর মতো গুরুতর অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বারবার দাবি জানানো সত্ত্বেও স্মারকলিপি প্রদান, টেবিল বৈঠক, নিয়ম-নীতির জটিলতা ও সিন্ডিকেট মিটিংয়ের অজুহাত দেখিয়ে প্রশাসন বিষয়গুলোকে ক্রমাগত নরমালাইজ করেছে।"

তিনি আরও বলেন, "আমরা বলতে চাই আর কোনো টেবিল বৈঠক নয়, নয় কোনো নতুন স্মারকলিপি।

আগামীকালকের সিন্ডিকেট মিটিংয়ে যদি এসব অন্যায়ের বিচার প্রক্রিয়া নিয়ে পরিষ্কার, গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত রোডম্যাপ উপস্থাপন করা না হয়, তবে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।"

এছাড়াও জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



banner close
banner close