বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজমুল হাসান ও সাধারণ সম্পাদকের হিসেবে মোহাম্মদ সানাউল্লাহ হক দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।
অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন:








