রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রধান উস্কানিদাতা উদয় কুসমের বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

চবি সংবাদদাতা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ২০:৪৫

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫ ২০:৪৬

শেয়ার

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রধান উস্কানিদাতা উদয় কুসমের বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির
ছবি: বাংলা এডিশন

গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রধান উস্কানিদাতা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হলেও এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। উদয় কুসুম বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের আহ্বায়কও।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।”

উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের জের ধরে স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুইদিনের সংঘর্ষে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী আহত হয়। যেখানে তিনজন শিক্ষার্থী এখনো অসুস্থ অবস্থায় রয়েছে। ঘটনার দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ আগস্ট চবি প্রশাসন স্থানীয়দের সাথে বিষয়টি সমাধান করতে গেলে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া স্থানীয় সন্ত্রাসীদেরকে শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানিমূলক বক্তব্য দেন। পরবর্তীতে সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করে।

সেই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় বড়ুয়া। তিনি উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে কটুক্তি করেন। উত্তেজিত হয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা জানিনা কারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু রাতে আমাদের পাড়ায় শিক্ষার্থীরা ঢুকে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন কেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির জাতীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া চবি শিক্ষার্থীদের সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের উপর হামলা করতে স্থানীয় গ্রামবাসীদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এই ঘটনায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করে তার সকল পদ স্থগিত করা হয়েছিল। সেই ঘটনার দিন অর্থাৎ ৩১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়াকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিস্কার করা হয়েছে।”



banner close
banner close