রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথমদিন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের মধ্য দিয়ে শুরু হয়, এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে আসন প্রতি লড়েন প্রায় ৮০ জন ভর্তিচ্ছু।

শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। ফলে ৭৯জনই ভর্তির সুযোগ পাবে না। তাদের মনে রাখতে হবে ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়। ভর্তি পরীক্ষার বিষয়ে সন্তানদের উপর কোন ধরনের মানসিক চাপ সৃষ্টি না করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো।’

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এইদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ১৩০টি আসনের জন্য আট হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। সেই হিসেবে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২, লড়বেন আসনপ্রতি প্রায় ৬৪ ভর্তিচ্ছু।



banner close
banner close