রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

কাল থেকে শুরু হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষা, প্রথম দিনেই আসনপ্রতি লড়বেন ৯৩ ভর্তিচ্ছু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৬:৪৪

শেয়ার

কাল থেকে শুরু হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষা, প্রথম দিনেই আসনপ্রতি লড়বেন ৯৩ ভর্তিচ্ছু
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথমদিন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ‘ইউনিট- আইবিএ’ মধ্য দিয়ে শুরু হচ্ছে, এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৯৩ জন ভর্তিচ্ছু।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি। আসন প্রতি প্রায় ৯২ দশমিক ৮৯টি আবেদন পড়েছে।

এছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসনের জন্য ৮ হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। সেই হিসেবে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২, লড়বেন আসনপ্রতি প্রায় ৬৪ ভর্তিচ্ছু। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯, আসনপ্রতি প্রায় ৩৪ ভর্তিচ্ছু। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩, আসনপ্রতি প্রায় ৬৪ ভর্তিচ্ছু। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৭ দশমিক ৪০টি, আসনপ্রতি প্রায় ৩৮ ভর্তিচ্ছু।

এর আগে গত ১৩ নভেম্বর শুরু হওয়া ভর্তির আবেদন চলে ১৯ নভেম্বর পর্যন্ত। এবছর ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বা কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



banner close
banner close