রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত দুই প্রার্থীকে শোকজ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ২০:২৭

শেয়ার

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত দুই প্রার্থীকে শোকজ
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী খাদিজাতুল কোবরা ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী তাকরিম আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে বলা হয়, গত ২৩ নভেম্বর ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মীর নূর নবীর চিকিৎসার জন্য আয়োজিত চ্যারিটি কনসার্টের মঞ্চে উপস্থিত হয়ে আপনারা অনুমতিপত্রের ৩ নম্বর শর্ত লঙ্ঘন করেছেন। পাশাপাশি মঞ্চে প্রকাশ্যে অর্থ অনুদানের ঘোষণা দিয়ে জকসু নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫এর বিধি নং ৫(গ) ভঙ্গ করেছেন।

এতে আরও বলা হয়, এ ধরনের আচরণের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নাতা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে হবে। বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫এর আওতায় বিবেচিত হবে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খাদিজাতুল কোবরা বিশ্ববিদ্যালয়ে একটি চ্যারিটি কনসার্টের মঞ্চে বক্তব্য দেন এবং ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেন। একই অনুষ্ঠানে তাকরিম আহমেদ ছাত্রদলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।



banner close
banner close