এক মাস আগের পঁচা ও নষ্ট খাবার বিক্রি করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আওতাভুক্ত এক দোকানে। বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন CAB (Consumer Association of Bangladesh) এর উদ্যােগ অভিযান চালিয়ে এসব পঁচা খাবার উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কলাঝুপড়িতে অভিযান চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন CAB এর নিয়মিত অভিযান ছিল এটি। অভিযানের অংশ হিসেবে তারা আজকে চবির কলা ঝুপড়ির ৮টি দোকানে অভিযান চালায়। এরমধ্যে একটি দোকানে প্রচুর পরিমাণে নষ্ট ও পঁচা খাবার পাওয়া যায়।
এবিষয়ে জানতে চাইলে CAB বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: রোজাইন আল রাফি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম নিয়মতি অভিযান পরিচালনা করে থাকি। আমরা আজকে একটি দোকানে প্রচুর পরিমাণে পঁচা খাবার পেয়েছি। আমরা খুবই শঙ্কিত। কারণ পঁচা খাবার খাওয়ার কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে।”
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চবি প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিত হয়ে হতভম্ব হয়ে যায়। আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব।”
প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে তিনি জানান, “আমরা আপাতত দোকানটি সিলগালা করেছি। এছাড়া দোকানদারের সাথে বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল করা হবে।”
আরও পড়ুন:








