রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থী–এলাকাবাসীর সংঘাত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১১:৩২

শেয়ার

যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থী–এলাকাবাসীর সংঘাত
শিক্ষার্থী–এলাকাবাসীর সংঘাত

ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলাকায় শিক্ষার্থী ও আশপাশের তিন গ্রামের লোকজনের মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার পরে শুরু হওয়া উত্তেজনা রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, ডিবি এবং চারটি গাড়ি ভর্তি সেনাসদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

যবিপ্রবির এক ছাত্রী তার ত্রুটিযুক্ত মোবাইল মেরামতের জন্য সন্ধ্যায় আমবটতলা বাজারের একটি দোকানে যান। মোবাইল নিতে গিয়ে দোকানির খারাপ আচরণে তিনি অপমানিত বোধ করেন। বিষয়টি জানাজানি হলে কয়েকজন শিক্ষার্থী দোকানে গিয়ে দোকানিকে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে মাইকিং করে বাজার ও আশপাশের ইসলামপুর, শ্যামনগর ও সাজিয়ালি গ্রামের বহু মানুষ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয়।

এলাকাবাসী আমবটতলা বাজার এলাকায় এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও বেলতলা পর্যন্ত অবস্থান নেন। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মাঝে মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

রাত সোয়া ৮টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। দুই পক্ষই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাশেদ খান জানান, সংঘর্ষে কমপক্ষে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের একজনের মাথা ফেটে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত সোয়া ৯টার দিকে সেনাসদস্য, পুলিশ, র‌্যাব এবং ডিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে পিছু হটতে বাধ্য করেন। তারা যশোর–চৌগাছা সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। যবিপ্রবির শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা চালান।

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিত্যানন্দ পাল জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন।



banner close
banner close