রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

৪৭ বিসিএস লিখিত পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত সাত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২০:৫২

শেয়ার

৪৭ বিসিএস লিখিত পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত সাত
ছবি: বাংলা এডিশন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারী প্রিলিমিনারি উত্তীর্ণ পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের বেরিগেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়। এতে পুলিশসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এইদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি-চারুকলা হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে পদযাত্রা নিয়ে শাহবাগ থানার সামনে এলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে ১ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে কেউ যোগাযোগ না করলে, শরীরে পেট্রোল ছিটিয়ে আত্মহুতি দেবেন। ঘণ্টা পেরিয়ে গেলে কেউ যোগাযোগ না করলে, শাহবাগ থানার সামনে পুলিশে বেরিগেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে, গায়ে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার হুমকি দিতে থাকেন বেশ কয়েকজন। এর এক পর্যায়ে পুলিশ জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দেয়। এসময় পুলিশ কয়েকজনকে লাঠি চার্জও করেন।

লাঠি চার্জ করা হয়নি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান সাংবাদিক বলেন, ‘তাদের কোন লাঠিচার্জ করা হয়নি। পানি ছিটিয়ে ও বাঁশি দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।’

বেরিগেড ভাঙার সময় বাঁধা দিলে আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হন বলে উল্লেখ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘যখন তারা ঢিল ইটপাটকেল ছুঁড়ছিল, টায়ারে আগুন জ্বালালো, তারপরেও কিছু বলিনি। তাদের ইটপাটকেল আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও তারা তা করেনি। যখন পুলিশের বেরিগেড ভেঙে ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে, তখন বাঁধা দিলে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ করে, আমরা ওয়াটার ক্যানন দিয়ে ডিসপার্স করে দিই।’

এদিকে আন্দোলনকারীদের ৫ জনকে সন্ধ্যার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাদের। আহতরা হলেন- শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ(২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে। এদিকে ২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, বলে জানা গেছে। যদিও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আন্দেলনকারীদের ইটপাটকেলের আঘাত পুলিশের বেশ কয়েকজন সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, যদিও সেই সংখ্যা জানা যায়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আন্দোলনকারী পুলিশে বেরিগেড সামনে অবস্থান নিতে দেখা যায়। এ সময় আন্দোলনকারীরা বিসিএস লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়ে মুহুর্মুহু স্লোগান দিতে দেখা যায়। প্রিলিমিনারি উত্তীর্ণ পরীক্ষার্থীদের দাবি, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তি ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের মধ্যেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবার কথা রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।



banner close
banner close