রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

স্ট্রোক করে ২১ বছরে প্রাণ হারালো চবি শিক্ষার্থী

চবি সংবাদদাতা

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:১২

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:১৮

শেয়ার

স্ট্রোক করে ২১ বছরে প্রাণ হারালো চবি শিক্ষার্থী
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম মোহাম্মদ সাকিব। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি গতকাল ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন জানিয়েছে তার সহপাঠীরা। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা নিশ্চিত হয়েছি আরিফুল ইসলাম সাকিব নামের একজন শিক্ষার্থী মারা গেছেন। তবে বিস্তারিত জানার জন্য আমরা আমাদের সহকর্মী সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরীকে হাসপাতালে পাঠিয়েছি।”



banner close
banner close