চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনেস্কো বাংলাদেশের যৌথ উদ্যোগে দিনব্যাপী “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এই সেশন অনুষ্ঠিত হয়েছে।
মূল সেশনে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর সৈয়দ তানভীর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খাদিজা মিতু ও মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশান বিভাগের পরিচালক জেসমিন পারভিন, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। এছাড়াও বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী, চাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্থিতি, আবেগ-নিয়ন্ত্রণ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, সেল্ফ-ম্যানেজমেন্ট এবং সুস্থ জীবনধারা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন:








