রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে জবি শিবিরের সাতটি বাস প্রদান

জবি, প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১০:৫১

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ ১০:৫১

শেয়ার

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে জবি শিবিরের সাতটি বাস প্রদান
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর লক্ষ্যে সাতটি বিভাগে সাতটি বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ইসলামী ছাত্র শিবির।

সোমবার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রিয়াজুল ইসলাম বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর জন্য যে বাসের ব্যবস্থা করেছে তা মোটেও যথেষ্ট নয়। আমরা প্রশাসনের সঙ্গে বাস বাড়ানোর বিষয়ে কথা বললেও তারা অপারগতার কথা জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আমরা বাড়তি বাসের ব্যবস্থা করতে চাই, তবে তারা অনুমতি দেননি। তারপরও আমরা চাই না নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হোক। একই সঙ্গে আমরা চাই শিক্ষার্থীরা যেন নিরাপদে এবং শান্তিতে বাড়ি ফিরতে পারে।'

রিয়াজুল জানান, 'শিক্ষার্থীদের সুবিধার জন্য জবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে সাতটি বিভাগে সাতটি বাস প্রদান করা হয়েছে। বাসগুলো সকাল ১০টা ৩০ মিনিটে বাহাদুর শাহ পার্কের পাশ থেকে ছেড়ে যাবে।'

প্রসঙ্গত, ভূমিকম্পজনিত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।



banner close
banner close