বাংলাদেশে ইতিহাসে একবারই স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং এটিই হলো মহান মুক্তিযুদ্ধ। অনেকে জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে পথভ্রষ্ট করতে চায়। এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সাইন্স অনুষদ অডিটোরিয়াম ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে মীর হেলাল বলেন, “অনেকেই জুলাই আন্দোলকে দ্বিতীয় স্বাধীনতা বলেন। এগুলো বাংলাদেশের সাথে বিরোধিতা করার সামিল। বাংলাদেশে একবারই স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ।”
তিনি আরও বলেন, “ভিন্ন কোনো দেশের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা আর দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করা এককথা নয়। কারণ বাংলাদেশে অনেকবার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছে। এটির সাথে জুলাই আন্দোলনকে তুলনা করা যায় না।”
মীর হেলাল বলেন, “যারা বলে বাংলাদেশে ২য় স্বাধীনতা কিংবা তৃতীয় স্বাধীনতা হয়েছে তারা দেশকে পথভ্রষ্ট করতে চাই। দেশে অরাজকতা করে কেউ ক্ষমতা দখল করতে পারবে না।”
আরও পড়ুন:








