রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২২:০২

শেয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ২৭ নভেম্বর চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত

রবিবার (২৩ নভেম্বর) জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ২৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে দিন-রাত ২৪ ঘণ্টা, এমনকি সরকারি ছুটির দিনেও আবেদন করা যাবে।

এবার প্রথমবারের মতো কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বহিঃকেন্দ্র হিসেবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদন ও পরীক্ষার রেজিস্ট্রেশন ফি পূর্ব বছরের মতোই অপরিবর্তিত থাকবে।

এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় 'এ' ইউনিট, পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা এবং একই দিনে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে 'সি' ইউনিটের পরীক্ষা

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই বিভিন্ন গণমাধ্যম, কুবির অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়



banner close
banner close