রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গবি ইংরেজি বিভাগের সাবেক প্রধান আখতারুল আলমের মৃত্যু

গবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৬:৫০

শেয়ার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গবি ইংরেজি বিভাগের সাবেক প্রধান আখতারুল আলমের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার-উল-আলম (৫০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় শুরুতে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তিনি আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। ভাড়ারিয়া রোডে পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা অবস্থা সঙ্কটাপন্ন দেখে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে বলেন। পরে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার বলেন, “দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিলমৃত্যুর মুহূর্তেই হাসপাতালে আনা হয়আনার পরও একবার রেসপন্স করেছিলেনহাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন।”

দুপুর ১২টার দিকে মরদেহ সর্বশেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়পরে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়

মো. আখতার-উল-আলম ২০০৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন এবং দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু পুত্রসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।



banner close
banner close