রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জবি শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে বিভাগীয় শহরমুখী বাস চালু

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৬:৪৪

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ২২:০৬

শেয়ার

জবি শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে বিভাগীয় শহরমুখী বাস চালু
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আগামীকাল (সোমবার) ক্যাম্পাস থেকে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস ছেড়ে যাবে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।'

এদিকে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পজনিত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জবির শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।



banner close
banner close