বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (রবিবার)ক্লাস–পরীক্ষা বন্ধের ঘোষণা

জবি, প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ২১:৫৭

শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (রবিবার)ক্লাস–পরীক্ষা বন্ধের ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামীকাল (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস, পরীক্ষা ও শিক্ষার্থী পরিবহন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য জানান, 'ভূমিকম্পজনিত আতঙ্ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জকসুর স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে।'

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিক জানান, ‘অনিবার্য কারণবশত আগামীকাল রবিবার শিক্ষার্থীদের সকল পরিবহন সার্ভিস বন্ধ থাকবে। তবে শিক্ষক-কর্মকর্তাদের গাড়ি যথারীতি চলবে।’

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম আংশিকভাবে সচল থাকবে বলে জানা গেছে।



banner close
banner close