বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৬:১৪

আপডেট: ২২ নভেম্বর, ২০২৫ ০৬:৩৮

শেয়ার

রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কলেজে ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে শুক্রবার রাতে প্রায় এক ঘণ্টা মিরপুর–নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। অবরোধে নিউমার্কেট–মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাত সাড়ে ১০টার দিকে সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিউমার্কেট থানা–পুলিশ জানায়।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার সকালের ভূমিকম্পে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ হলটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু সংস্কার না হওয়ায় এখন আবার তারা রাস্তায় নেমেছেন।

নিউমার্কটে থানার ওসি একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, রাত ১১টার পরে কলেজের অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।



banner close
banner close