শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

রিমান্ড-নির্যাতন পেরিয়ে এবার জকসু নির্বাচনে মাশফিকুল

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২১:৪৭

শেয়ার

রিমান্ড-নির্যাতন পেরিয়ে এবার জকসু নির্বাচনে মাশফিকুল
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন কারা নির্যাতিত মাসফিকুল ইসলাম রাইন। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেলটি ঘোষণা করেন।

মাসফিকুল ইসলাম বাংলা এডিশনের সঙ্গে আলাপকালে তাঁর রাজনৈতিক অঙ্গীকার ও অতীতের ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'জুলাই আন্দোলন আমার কাছে শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না, এটা ছিল টিকে থাকার লড়াই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দায়বদ্ধতা। আমি মাঠে ছিলাম, পরিচিত সকল শিক্ষার্থীদের সংগঠিত করেছি, সবকিছুতেই সরাসরি ভূমিকা রেখেছি। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, হুমকি কোনো কিছুই আমাকে দমাতে পারেনি।'

নিজের ওপর চালানো নিপীড়নের কথা স্মরণ করে তিনি বলেন, 'জেল-জুলুম, নির্যাতন, রাতভর রিমান্ডের ভয় এসবের মাঝেও আমি পিছিয়ে যাইনি। সর্বোচ্চ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমি হরতাল-অবরোধে রক্ত ঝরানো সংগ্রামের সাক্ষী, ফ্যাসিস্ট শাসনের পুলিশের লাঠি, রিমান্ড, নির্যাতন সহ্য করা এক ছাত্রকর্মী, জেলে বসে পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থী।'

মাশফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার দাবি, 'সত্যিকারের শিক্ষার্থী বান্ধব রাজনীতি, গণতন্ত্রের চর্চা এবং নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর রাজনীতি শুধু ছাত্রদলই করে থাকে। এই প্যানেলে থাকা প্রত্যেকেই মাঠের পরীক্ষায় উত্তীর্ণ, আন্দোলন-সংগ্রামে প্রমাণিত।'

তিনি শিক্ষার্থীদের কাছে সুযোগ চেয়ে বলেন, 'আমি কোনোদিন সুবিধার রাজনীতি করিনি। আমি লড়েছি অধিকার, সত্য, স্বাধীনতা এবং শিক্ষার্থীদের জন্যআজ আমি শুধু আপনাদের একটা সুযোগ চাই।'

বিজ্ঞানপ্রযুক্তি সম্পাদক পদে জয়ী হলে শিক্ষার্থীদের জন্য সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাসফিকুল ইসলামতাঁর মূল পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

ডিজিটাল ল্যাব ও মডার্ন রিসার্চ সুবিধা নিশ্চিতকরণ।

টেক-ওয়ার্কশপ, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়মিত আয়োজন।

বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষার্থী সাপোর্ট সেল তৈরি।

রোবোটিক্স, আইসিটি প্রতিযোগিতা আয়োজন।

অনলাইন নোট, ই-লাইব্রেরি, ক্লাস লেকচার আর্কাইভ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা।

গবেষণা, প্রোজেক্ট, থিসিসে ফান্ডিং ও গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া।

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত তফশিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।



banner close
banner close