শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:২৪

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন
ছবি: বাংলা এডিশন

র‌্যালি, আলোচনা সভা, প্রীতি বিতর্কসহ দিনব্যাপী নানা আয়েজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই দিবসটি উদযাপিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস বক্তব্য রাখেন।

এছাড়া ‘টেকসই ব্যবসায়ের নৈতিক ও যৌক্তিক ভিত্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন।



banner close
banner close